৫৩৮টি ইলেকটোরাল ভোট। পেতে হবে ২৭০টি। ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট। দুজনেরই ভাগ্য ঝুলছে যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে। কয়েকটি রাজ্যে এখনো ভোট গ্রহণ চলছে।
বিজয় সুনিশ্চিত করতে মিড ওয়েস্ট, পেনসিলভানিয়া, মিশিগান, আইওয়া, উইসকনসিন জয় করতে হবে ট্রাম্প বা বাইডেনকে। সবচেয়ে বেশি ভোটের লড়াই হওয়া ফ্লোরিডা জিতে নিয়েছেন ট্রাম্প। হাত করেছেন টেক্সাস। নিউ হ্যাম্পশায়ার, ম্যাচাটুসেটস জয় করেছেন বাইডেন।
ইন্ডিয়ানা, আরকানসাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন। ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প, রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস এবং মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন।
ট্রাম্প ভোট পেয়েছেন ৬ কোটি ৫৬ লাখেরও বেশি। মোট ভোটের ৪৮.৬ শতাংশ পেয়েছেন তিনি। অপরদিকে বাইডেন পেয়েছেন ৬ কোটি ৬২ লাখেরও বেশি। মোট ভোটের ৪৯.৮ শতাংশ নিয়ে জয়ের আশা করছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি মিলে মোট ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। তবে রাজ্যগুলোতে জয়ের মাধ্যমে কোনও প্রার্থী ইলেকটোরাল কলেজ প্রতিনিধি বেশি পেলে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের ১০০ জন, প্রতিনিধি পরিষদের ৪৩৫ এবং সাংবিধানিক ক্ষমতাবলে ওয়াশিংটন ডিসির তিনজন প্রতিনিধিসহ দেশটিতে মোট ইলেকটোরাল কলেজ প্রতিনিধির সংখ্যা ৫৩৮।