সিলেটে আলোচিত পুলিশ হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় বরখাস্ত হওয়া ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ।
আজ সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে দুপুর দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে।
গত ১১ই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় গত ১২ই অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে নগরীর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মৃত্যুর ২৮ ও মামলার ২৭দিন পর গ্রেপ্তার হলেন এসআই আকবর।