1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

শীতে খান ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৯ বার

শীত আসলেই বাহারি সব পিঠা খাওয়া ধুম পড়ে যায়। শুধু গ্রামেই কেন, এখন তো শহরেও পুরো শীতকাল জুড়ে বিভিন্ন স্থানে জমে ওঠে পিঠা উৎসব। মজাদার বাহারি সব পিঠার মধ্যে কুলি পিঠা সবারই কমবেশি পছন্দের।

নারকেল ও সুজির পুর দেওয়া কুলি পিঠার স্বাদ অনবদ্য। পুলি বা কুলশি পিঠাও নামেও পরিচিত এটি। সামান্য কিছু উপাদান দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় মজাদার কুলি পিঠা।

অনেকেই সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারেন না। তবে ভয়ের কিছু নেই, হাতে একটু সময় করে পরিবারের জন্য চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারেন এ পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক ভাপা কুলি পিঠার রেসিপি-

উপকরণ:
১. আতপ চালের গুঁড়ো ৪ কাপ
২. পানি ২ কাপ
৩. চিনি ২ কাপ
৪. নারিকেল কোরানো ২ কাপ
৫. সুজি ৪ চামচ

পদ্ধতি
প্রথমে একটি পাতিলে পানি গরম করে তার মধ্যে পরিমাণমতো লবণ দিন। পানি যখন ফুটে উঠবে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা আটা ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট ঢেকে রাখুন।

এবার চুলায় আরেকটি পাতিলে চিনি ও নারিকেল দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি যখন গলে নারকেলের সঙ্গে মিশে যাবে; তখন সুজি দিয়ে আরও ৫-১০ মিনিট নাড়ুন। তৈরি হয়ে গেল কুলি পিঠার ভিতরের পুড়।

এরপর আটা ভালো করে মথে নিন। এর থেকে ছোট ছোট রুটির মত বানিয়ে পুর দিয়ে রুটির মুখগুলো আটকে দিন। এভাবে একেক করে কুলি পিঠা তৈরি করুন।

চুলায় একটি বড় পাতিলে পানি বসিয়ে দিন। পানি যখন ফুটতে থাকবে; তখন উপরে একটা জাজরি বসিয়ে দিতে হবে। তার উপর পিঠাগুলো দিয়ে দিন ভাপ দেওয়ার জন্য।

কয়েকটি পিঠা জাজরির উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট ঢেকে ভাপে রাখুন। এরপর নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার ভাপা কুলি পিঠা। শীতের দিনে ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা পরিবারসহ উপভোগ করুন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog