1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ মৃত্যুর রেকর্ড

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২০০ বার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৬ জন। ৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ জন ও বাড়িতে চার জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় আরও ছয় হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৩৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৪ জনের মধ্য বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব ছয় জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটর্র্ধ্ব ৪৬ জন।

বিভাগ ভিত্তিক হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় সাত জন, বরিশালে চার জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog