1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন থিসারা পেরেরা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২২১ বার

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। সব ফরম্যাট মিলে খেলেছেন ২৫৬টি ম্যাচ। রান করেছেন ৩ হাজার ৭৭৫। উইকেট নিয়েছেন ২৩৭টি। কিন্তু সেই থিসারাকে পেরেরাকে আর দেখা যাবে না শ্রীলঙ্কার জার্সিতে। সোমবার এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন।

এর আগে ২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন পেরেরা। ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১২ সাল পর্যন্ত ৬টি টেস্টে ব্যাট হাতে ২০৩ রান করেন। আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট। ২০১২সালের পর থেকে লঙ্কানদের সাদাপোশাকে আর দেখা যায়নি তাকে।

অবসরের আগ পর্যন্ত থিসারা লঙ্কান জার্সিতে সবচেয়ে বেশি খেলেছেন ওয়ানডে। ১৬৬টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৩৩৮ রান করেন। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১০টি। উইকেট নিয়েছেন ১৭৫টি। সর্বোচ্চ ৪৪ রান দিয়ে ৬ উইকেট। এদিকে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খেলেন ৮৪টি ম্যাচ। এ সময় ব্যাট হাতে ১২০৪ রান করেন। কোনো সেঞ্চুরি নেই, তবে হাফসেঞ্চুরি রয়েছে ৩টি। এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ৫১টি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও পেরেরাকে ঠিকই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog