করোনার সনদ জালিয়াতি করে বিদেশগামী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক আহসান, রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। এদের মধ্যে তারেক আহসান সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ও রফিকুল ইসলাম বক্ষব্যাধি হাসপাতালের গাড়িচালক।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, গ্রেপ্তারকৃতরা বিদেশগামীদের করোনা পরীক্ষার মিথ্যা পজেটিভ রিপোর্টের খবর দিয়ে, তা নেগেটিভ করে দেওয়ার কথা বলে টাকা নিতো। যদিও নমুনা পরীক্ষায় তারা নেগেটিভ ছিলেন।
তিনি আরো বলেন, প্রায় চার মাস থেকে তারা প্রতারণা করে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও তার স্ত্রী সামসুন্নাহার শিখাকে গ্রেপ্তার করে। পরে সিভিল সার্জন অফিসের কর্মচারী তারেক আহসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।