1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

এমপিওভুক্ত হলেন ৯৯৫ শিক্ষক-কর্মচারী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৮৩ বার

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ৭৩২ জন এবং কলেজ পর্যায়ে ২৬৩ জন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। তিনি বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯৯৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্তদের মধ্যে স্কুল পর্যায়ে বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭, কুমিল্লা অঞ্চলের ৬২, ঢাকা অঞ্চলের ১০১, খুলনা অঞ্চলের ১০৩, ময়মনসিংহ অঞ্চলের ১২০, রাজশাহী অঞ্চলের ১৫৬, রংপুর অঞ্চলের ২৫ এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অপরদিকে কলেজ পর্যায়ে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮, কুমিল্লার ৯, ঢাকার ৩৩, খুলনার ৪১, ময়মনসিংহ অঞ্চলের ৩০, রাজশাহীর ৪৫, রংপুরের ৬৩ এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog