1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

টোকিও অলিম্পিকে রোমান সানার রুদ্ধশ্বাস জয়

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৮৭ বার

টোকিও অলিম্পিকে ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের টম হলের বিপক্ষে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।

মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে ২৬ বছর বয়সী রোমান ছেলেদের রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন লাল-সবুজের তারকা।

প্রথম সেটের শেষ তীরে ৮ স্কোর করার পর একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। প্রথম সেট ২৮-২৮ হলে দুইজনই পান এক পয়েন্ট করে। তবে দ্বিতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট পাওয়ার পরই সম্ভাবনা তৈরি হয়ে জয়ের।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রোমাস তৃতীয় সেট জেতেন ২৭-২৬ ব্যবধানে। তবে চতুর্থ সেট জিতে প্রতিযোগিতায় ফিরে আসার আভাস দেন ব্রিটেনের টম হল। ওই সেট রোমান হেরে যান ২৭-২৫ ব্যবধানে।

পঞ্চম সেট থেকে এক পয়েন্ট পেলেই চলতো রোমানের। কিন্ত লাল-সবুজ জার্সিধারী রোমান পূর্ণ ২ পয়েন্ট নিয়েই ৭-৩ সেট পেয়েন্টে জিতে উঠে গেছেন পরের রাউন্ডে। শেষ সেটে জয়ের ব্যবধান ২৯-২৭।

শেষ সেটে দারুণ ফিনিশিং ছিল রোমানের। প্রথম তীরে ৯ স্কোর করলেও শেষ দুটিতে করেন ১০, ১০। ২৯-২৭ ব্যবধানে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠের বাংলার তীরন্দাজ।

সেরা ৩২ এ জায়গা করে এখন রোমান সানার লক্ষ্য সেরা ১৬তে ওঠা। সেরা ষোলতে ওঠার লড়াইয়ে রোমানকে খেলতে হবে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের বিপক্ষে। বাংলাদেশ সময় ১১.১০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog