1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ, বাড়ছে ডেল্টা সংক্রমণ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৭১ বার

করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই চতুর্থ ঢেউয়ের কারণ ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরন। ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়াসহ মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ১৫টি দেশেই করোনার এ ডেল্টা ধরনের সন্ধান পাওয়া গেছে। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের কেউই টিকা নেননি। খবর আনন্দবাজার অনলাইনের।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক দফতর জানিয়েছিল, গত চার সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ার দেশগুলোতে গড়ে প্রতি সপ্তাহে ৩ লাখ ১০ হাজার মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। গড় সাপ্তাহিক মৃত্যুর হারও সাড়ে তিন হাজারের কাছাকাছি। সংক্রমণের এ পরিসংখ্যান ৫৫ শতাংশ এবং মৃত্যু সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছিল তারা।

শুক্রবার পশ্চিম এশিয়ায় হু-এর আঞ্চলিক প্রধান চিকিৎসক আহমদ আল মান্ধারি বলেন, ‘পশ্চিম এশিয়ায় আমরা এখন চতুর্থ ঢেউয়ের কবলে।’

করোনার ডেল্টা ধরনের প্রভাবে পশ্চিম এশিয়ার চতুর্থ ঢেউ উদ্বেগ বাড়িয়েছে। তবে হু জানিয়েছে, টিকাকরণের ক্ষেত্রে গাফিলতিই পশ্চিম এশিয়ার এ চতুর্থ ঢেউয়ের কারণ। তাদের কথায়, করোনার টিকা সংগ্রহ আর মজুত করার ক্ষেত্রে এ দেশগুলো যতটা আগ্রহ দেখিয়েছে, ততটা টিকাকরণে দেখায়নি। পশ্চিম এশিয়ায় ৪ কোটি ১০ লাখ মানুষের টিকাকরণ হয়েছে, যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog