1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
রবিবার, ০৩ জুলাই ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন লঙ্কার পেসার ইসুরু উদানা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৬৩ বার

আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না শ্রীলঙ্কার বাঁহাতি পেসার ইসুরু উদানাকে। শনিবার (৩১ জুলাই) অবসরের ঘোষণা দিয়েছেন লঙ্কান এই তারকা খেলোয়াড়।

এ বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই ফাস্ট বোলার।

ইসুরু উদানা শ্রীলঙ্কার জার্সিতে ২১ ওয়ানডে ম্যাচে এবং ৩৩টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর এই দুই ফরম্যাটে ৩৩ বছর বয়সী এই পেসার উইকেট নিয়েছে যথাক্রমে ১৮ ও ২৭টি।

উদানার টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই টুর্নামেন্টের ফাইনালেও খেলেন তিনি। এরপর তিন বছর পর অর্থাৎ ২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় তার।

বিদায় বেলায় ইসুরু উদানা জানান, আমার বিশ্বাস এখন সময় হয়েছে তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেয়ার। এটা অনেক গর্ব ও আবেগের বিষয় যে আমি দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা কখনো ভোলার নয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog