1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

বিয়ে করেছেন অভিনেত্রী প্রসূন আজাদ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৪৮ বার

বিয়ে করেছেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। করোনার বিধিনিষেধের কারণে স্বল্প আয়োজনে শুক্রবার (৩০ জুলাই) বিয়ে সারেন তিনি।

পাত্র দীর্ঘ দিনের বন্ধু ও প্রেমিক ফারহান গাফফার। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

শনিবার দুপুরে বেশকিছু বিয়ের ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন প্রসূন। এসময় দুই পরিবারের ঘনিষ্টজন ছাড়া আর কাউকে দেখা যায়নি।

প্রসূন জানান, ২৩ জুলাই বিয়ের কথা থাকলেও শুক্রবার (৩০ জুলাই) দুপুরে পারিবারিক আয়োজনে বর ফারহান গাফফারের সাথে এলাকার একটি মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। চলমান লকডাউন পরিস্থিতির কারণে খুব অল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলেও জানান প্রসূন।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন শোবিজে অনিয়মিত তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রসূনের মানুষের বাগান, পদ্মপুরাণ সহ বেশ কয়েকটি সিনেমা।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সেই সংসার খুব বেশীদিন স্থায়ী হয়নি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog