1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়ায় ১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান অজি ওপেনার অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় ওভারে নাসুমের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান জশ ফিলিপি। ৯ রান করেন তিনি।

এরপর একে একে আরও দুই উইকেট নিয়ে অজিদের ধস নামান নাসুম। পরবর্তীতে শরিফুল ও মোস্তাফিজ বাকি চারটি উইকেট তুলে নেন। ২০ ওভার সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে অস্ট্রেলিয়া। ২৩ রানে জয় পায় বাংলাদেশ। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দেশ ও বিদেশ মিলে এটায় বাংলাদেশের প্রথম জয় অজিদের বিপক্ষে।

এরপর তৃতীয় ওভার আক্রমণে এসেই প্রথম বলেই ময়জেস হেনরিকসকে তুলে নেন সাকিব।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ২ রানে ফিরে যান সৌম্য, ৩০ রান করে ফিরে যান নাঈম। এরপর ২০ বলে ২০ রান করে ফিরে যান রিয়াদ।

দলের বিপদের মধ্যেই মাত্র ৩ রান করেন সোহান, সাকিব কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্ত তিনি ৩৩ বলে ৩৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান।

এরপর সবার আশা ভেঙে ৩ রানে ফিরে যান শামিমও। শেষ দিকে ১৭ বলে ২৩ রান করে আউট হন আফিফ। ৭ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করেছে বাংলাদেশ। জিততে হলে অস্ট্রেলিয়াকে ২০ ওভারে ১৩২ রান করতে হবে।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজলউড তিন উইকেট, মিশেল স্টার্ক ২ উইকেট, জাম্পা ও অ্যান্ড্রু টায় একটি করে উইকেট পান।

বাংলাদেশ একাদশ ঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ ঃ অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog