1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

ফাইজারের টিকায় শিশুদের ট্রায়াল শুরু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩১১ বার

শিশুদের করোনার টিকা দেওয়া হবে কিনা, সে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি অনেক দেশের সরকার। এরই মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের উপর করোনার টিকা পরীক্ষা করা শুরু করেছে আমেরিকান সংস্থা ফাইজার-বায়োএনটেক।

বুধবার ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবীদের প্রথম টিকা দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র ফাইজার বায়োএনটেক টিকাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ এবং ১৭-বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

জানা গেছে, তিনটি পর্যায়ে শিশুদের টিকার ডোজ দেবে ফাইজার। প্রথম পর্যায়ে ৫ বছর থেকে ১১ বছর বয়সীদের, দ্বিতীয় পর্যায়ে ২ থেকে ৪ বছর বয়সীদের ও তৃতীয় পর্যায়ে ৬ মাস থেকে ২ বছর বয়সীদের। মোট সাড়ে চার হাজার বাচ্চাকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আছে ফাইজার-বায়োএনটেকের।

প্রসঙ্গত, গেলো বছর ডিসেম্বরের শেষের দিকে ফাইজার-বায়োএনটেক করোনাভাইরাস টিকার অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog