1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

অবশেষে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২২২ বার

অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফটের এক সময়ের বিখ্যাত ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২২ সাল থেকে এই ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন না সাধারণ ব্যবহারকারীরা।

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেছেন, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ। উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন।

ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে এক সময় মানুষের ভরসা ছিল এক্সপ্লোরার। অনেকের অনেক স্মৃতিও আছে। তবে এখন ক্রোম-ফায়ারফক্স ব্রাউজার ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের তেমন কোনো কাজ নেই। সে কারণেই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম তৈরি হয় মাইক্রোসফট এজ। তখন থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog