1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

সরকারের কিছু অঘোষিত মন্ত্রণালয় রয়েছে : আলাল

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ২৮০ বার

হজ ব্যবস্থাপনা, গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরকার দলীয় মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিরোধী দল দমনে সরকারের কিছু অঘোষিত মন্ত্রণালয় রয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ‘বিরোধী দলকে দমনে সরকারের কিছু অঘোষিত মন্ত্রণালয় রয়েছে। আমরা তা প্রতিনিয়ত লক্ষ্য দেখছি। সরকারের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়, তারেক রহমান বিষয়ক মন্ত্রণালয়, জিয়াউর রহমান বিষয়ক মন্ত্রণালয় ও বিএনপি বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এসব মন্ত্রণালের দায়িত্ব নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, হাছান মাহমুদ ও আ.খ.ম মোজাম্মেলসহ বেশ কয়েকজন নেতা।’

সরকার বিরোধী দলের উপর দমন নীতি গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৭০ হাজারের বেশি মামলা দেয়া হয়েছে। ৬ লাখের বেশি আসামি করা হয়েছে। খুন গুম তো নিত্যদিনের বিষয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যাদের কয়েদির পোশাক পড়ে কারাগারে থাকার কথা তারা মন্ত্রীত্ব করছেন। অথচ প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বিনা দোষে কারাগারে রাখা হয়েছে।’

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানকে সম্পৃক্ত করায় আলাল বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন বিএনপির জন্মই হয়নি। আওয়ামী লীগের নেতারা তখন প্রতিযোগিতা করে মন্ত্রীত্ব নিয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সানাউল্লাহ মিয়া, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog