1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

ভারতের শোচনীয় হার, সিরিজ জয় শ্রীলঙ্কার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬২৮ বার

ভারতের বিরুদ্ধে দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা রেকর্ড গড়া বোলিংয়ে একশও রানও করতে পারেনি ভারত। অল্প রানের লক্ষ্যে বাকি কাজটুকু সারেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।ভারতের বিপক্ষে তারা তুলে নিল টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়।

কলম্বোয় বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে পঞ্চম সিরিজে এসে ভারতকে হারাতে পারল তারা।

লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। দুই অঙ্কে যাওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ কুলদিপ যাদবের ২৩। তাতে ৮ উইকেটে ৮১ রান তোলে তারা। এই রান ৩৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে দাসুন শানাকার দল।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলার সেরা বোলিং। পরে ব্যাট হাতে ৯ বলে ১৪ রান করে তিনিই ম্যাচ সেরা।

করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে আসায় ভারতের আরও আটজন ক্রিকেটারকে যেতে হয়েছে আইসোলেশনে। একাদশের ভারসাম্য রাখতে হিমশিম খাওয়া ভারত আগের ম্যাচেই হেরেছিল ১৩২ রানে গুটিয়ে গিয়ে। ভুবনেশ্বর কুমারকেও আসতে হয়েছে ছয়ে ব্যাট করতে।

এবার তারা ফিরিয়ে আনল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরের স্মৃতি। ৬৩ রানেই ৮ উইকেট হারানোর পর নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের স্কোরের রেকর্ডটা ভাঙতে বসেছিল তারা। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের ২৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে সেটি এড়িয়েছে ভারত। টি-টোয়েন্টিতে এটি এখন ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর।

এদিন ভারতের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন। সর্বোচ্চ জুটিটিও ১৯ রানের- ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপের। ভারতের ব্যাটিং ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন তিনি মাত্র ৯ রান দিয়ে। শ্রীলঙ্কার হয়ে ভারতের বিপক্ষে এর আগে কখনোই কোনো বোলার এত কম রান দিয়ে এত উইকেট নেননি।

হাসারাঙ্গার রেকর্ড গড়ার দিনে ২০ রানে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। একটি করে নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও রমেশ মেন্ডিস। এ ছাড়া ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন আকিলা দনাঞ্জয়া।

মাত্র ৮২ রানের লক্ষ্য তাড়া করে শুরুতে হোঁচট খেয়ে বসেছিল শ্রীলঙ্কাও। ৩৫ রানে খুইয়ে বসে দুই ওপেনারকে। পরে দনঞ্জয়া ডি সিলভার দৃঢ়তায় জয়ের দিকে এগুতে থাকে স্বাগতিকরা। সেই সময় ফের নিজের ও লঙ্কান তৃতীয় উইকেট সামারাবিক্রমার শিকারী করেন রাহুল চাহার। সেটি কেবল উৎসব বিলম্বিতিই করেছে, দমাতে পারেনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog