1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

এম আর খানকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ২০৮ বার

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক এম আর খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই শিশু বিশেষজ্ঞ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুন) দুপুরে তাকে দেখতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। এ সময় তিনি এম আর খানের সঙ্গে সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন।

অধ্যাপক এম আর খান ডেপুটি স্পিকারকে একান্ত কিছু কথা জানান। ডেপুটি স্পিকারের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে দোয়া প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতাসহ তার পরিবারের সবার জন্য হাসপাতালের শয্যায় শায়িত অবস্থায় দোয়া প্রার্থনাও করেন প্রথিতযশা এই চিকিৎসক।

এম আর খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক। এ সময় ডেপুটি স্পিকার এম আর খানের আশু আরোগ্য কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog