1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১০০৩ বার

ঢাকা : বিধিনিষেধ শিথিল হওয়ায় শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে। যার জন্য সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের টিকিট ৫০ শতাংশ কাউন্টারে ও ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হচ্ছে। কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনেই টিকিট বিক্রি করা হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে খুলছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট কাউন্টার। বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে। তবে ৭০৫ একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ও ৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।

এদিকে সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে আন্তঃনগর ট্রেনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার বিক্রি হবে।

তবে করোনা সংক্রমণরোধে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে।

যার মধ্যে রয়েছে:

১. আগের ভাড়ায় যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কিনতে পারবেন।
২. অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
৩. কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে।
৪. আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে।
৫. টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
৬. সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে প্রবেশ করতে হবে। নইলে তাকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

এর আগে বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি রোধে গত এক জুলাই থেকে দুই দফায় ১৪ জুলাই পর্যন্ত লকডাউন দেয়া হয়। আটদিন বিরতির পর আবারো ১৪ দিনের লকডাউন দেয়া হয় এবং তা আরো ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog