1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

না’গঞ্জে পুলিশকে মারধর করায় আটক ২

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ২৯৫ বার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর করায় কবির হোসেন (২৮) ও আবুল কালাম আজাদ (৪০) নামে দু’জনকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

 

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব অবৈধভাবে পার্কিং করা গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় তাকে মারধর করেন ওই দুই ব্যক্তি।

সোমবার (২৭ জুন) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে।

আটক কবির হোসেন কিশোরগঞ্জ জেলার নিকলী উত্তর দামপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ও কালাম আজাদ ১২নং সনাতন পাল লেন এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

ঘটনার পর এসআই তালেব বাদী হয়ে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়ে, রাস্তার উপর অবৈধভাবে ঢাকা মেট্রো: ঘ-১১-৬৮৩৭ নম্বর গাড়িটি পার্কিং করা দেখে গাড়ির কাগজ দেখতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই আবু তালেবকে মারধর করেন আসামিরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক পিপিএম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog