ঢাকা: রোমানিয়ান পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট সেন্টার নির্মাণের প্রস্তাব নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত রোমানিয়ান নাগরিকদের ভোটদানের সুবিধার্থে সেন্টার তৈরির প্রস্তাব দেয় দেশটি।
তবে বাংলাদেশে রোমানিয়ান দূতাবাস না থাকায় ভোট সেন্টার তৈরি সম্ভব নয় বলে রোববার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এক চিঠিতে জানিয়ে দিয়েছে ইসি।
সংস্থাটির সহকারী সচিব রওশন আরা বেগম স্বাক্ষরিত ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে রোমানিয়ান দূতাবাস না থাকায় এদেশে অবস্থানরত সেদেশের নাগরিকদের জন্য রোমানিয়ান পার্লামেন্ট নির্বাচনের পোলিং স্টেশন নির্মাণ করে দেওয়া সম্ভব নয়। এছাড়া এ বিষয়ে আগের কোনো নজিরও নেই। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (ইউরোপ) নির্ঝর অধিকারীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।