1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

শার্প টাইটানিয়াম ব্লেড-ব্যবহার করে পুরস্কার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ২৯১ বার

দেশের ডাবল এজ ব্লেড প্রস্তুত কারক প্রতিষ্ঠান সামাহ্ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিস লিমিটেড (এসআরবিআইএল) সম্প্রতি নতুন ব্লেড “শার্প টাইটানিয়াম ব্লেড” এর মোড়ক উম্মোচন করেছে। সর্বোচ্চ কোয়ালিটির বিদেশি স্টিল এবং ব্রিটিশ প্রযুক্তিতে এই শার্প টাইটানিয়াম ব্লেড প্রস্তুত করা হয়।

শার্প টাইটানিয়াম ব্লেড-এর প্রচারণা চালাতে রাজধানীর ১০০ টি সেলুনে এক মাসব্যাপী সেলফি প্রতিযোগিতা আয়োজন করে এসআরবিআইএল।

সম্প্রতি এসআরবিআইএল এর প্রধান কার্যালয়ে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে স্যামসাং গ্যালাক্সি জে৩ মোবাইল ফোন তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এসআরবিআইএল এর চেয়ারম্যান সাহাব সাত্তার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-গ্লোবাল সেলস এবং মার্কেটিং অর্ণব চ্যাটার্জি ও চিফ অপারেটিং অফিসার এমদাদুল হক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog