1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

বাহুবলে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০১৬
  • ২৯৮ বার

জেলা প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জের
বাহুবল উপজেলার আমতলী চা বাগানে
বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চা শ্রমিক সবিন উড়ার ছেলে বিল্পব উড়া (১৪)। শুক্রবার (৮জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়ার ছেলে সঞ্জয় উড়া
(২২) ও তার ভাই দ্বিপক (১৪) পাশের ঘরের দুর্গার মেয়ে রজনী (১১) ঘটনাস্থলেই নিহত হয়। আহত দ্বিপক পালের ছেলে বিল্পব (১৪) কে প্রথমে বাহুবল হাসপাতাল নেওয়ার পর
অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে শনিবার ভোররাতে বিল্পব উড়া মৃত্যুর
কোলে ঢলে পড়ে। আমতলী চা বাগানের বাবু এনামূল হক বিষয়গুলি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog