1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

হ্যাকিংয়ের দায়ে চীনা নাগরিককে কারাদণ্ড দিলো মার্কিন আদালত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ২৮৪ বার

মার্কিন সামরিক বাহিনীর তথ্য হ্যাকিংয়ের দায়ে এক চীনা নাগরিককে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। পাশাপাশি তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সু বিন নামে ওই চীনা নাগরিক পেশায় একজন ব্যবসায়ী। হ্যাকারদের সঙ্গে যুক্ত হয়ে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেন তিনি।

২০১৪ সালে কানাডা থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। জানা যায়, তিনি চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করছিলেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সু বিনকে করা অর্থদণ্ডের পরিমাণ ১০ হাজার ডলার।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন চার্লিন জানান, পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সংবেদনশীল সামরিক তথ্য চুরির অপরাধে সু বিনকে এ শাস্তি দেওয়া হচ্ছে।

এদিকে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির বিষয়টি তাৎক্ষণিক অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ।

এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে একদল সন্দেহভাজন হ্যাকারকে গ্রেফতার করে চীনা কর্তৃপক্ষ। রিসার্স ও ডেভেলপমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকিংয়ের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog