1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

১৫ বছর পর হোপম্যান কাপে ফিরছেন ফেদেরার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ২৫৫ বার

পেশাদার ক্যারিয়ারের ২০তম মৌসুমে হোপম্যান কাপে প্রত্যাবর্তন হচ্ছে রজার ফেদেরারের। টেনিসের এই টুর্নামেন্ট দিয়েই ২০১৭ সাল শুরু করবেন সুইস কিংবদন্তি। স্ত্রী মিরকাকে নিয়ে সবশেষ ২০০২ আসরে খেলেছিলেন ৩৪ বছর বয়সী এ টেনিস আইকন।

সাধারণত এটিপি ব্রিসবেন ইভেন্ট দিয়েই মৌসুম শুরু করেন ফেদেরার, যেখানে তিনি গত তিনবারই ফাইনালে পা রাখেন। তবে দীর্ঘ ১৫ বছর পর এবার তাকে দেখা যাবে জাতীয় দলের মিক্সড ডাবলস (মিশ্র দ্বৈত) টুর্নামেন্ট হোপম্যান কাপে।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নেন ফেদেরার। সামনে রিও অলিম্পিকের (৪ আগস্ট শুরু) চ্যালেঞ্জ। এর প্রস্তুতি নিতে বিশ্রামের জন্য ২৫ জুলাই অনুষ্ঠেয় কানাডার রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অ্যান্ডি মারে ও রাফায়েল নাদালও একই পথে হাঁটেন।

অস্ট্রেলিয়ার পার্থে আগামী বছরের প্রথম দিনেই (১-৭ জানুয়ারি) হোপম্যান কাপের ২৯তম আসরের পর্দা উঠবে। স্বদেশী তরুণী বেলিন্ডা বেনচিকের সঙ্গে জুটি বাঁধবেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ১৯৯৮ সালে ফেদেরার যখন প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন তখন এক বছরের ছোট্ট শিশু ছিলেন বেলিন্ডা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog