1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

ইতিহাসে প্রথম বারের মতো পদক দেওয়া হলো

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ১৮৪ বার

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ আনতে ইতিহাসে প্রথম বারের মতো জনপ্রশাসন পদক দেওয়া হলো বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর মাধ্যমে সরকারি কাজে কর্মীদের উৎসাহ আসবে। তারা কাজে আরও মন দেবেন।

শনিবার (২৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে, এই পদক সেইসব কর্মসূচির কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে। উৎসাহ-উদ্দীপনা বাড়বে। যারা পুরস্কৃত হলেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক।

‘জাতীয় ও মাঠ পর্যায়ে যথাক্রমে ১৩ জন ও ১৭ জনকে পুরস্কার দেওয়া হলো। আগামীতে আরও দেওয়া হবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog