1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ২১০ বার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান মিন্টু (২৬) ও কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের সৈকত আলীর ছেলে শিবির নেতা  রজব আলী (২৬), বলা বাড়ীয়া গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুস সালাম (৪০), ভিটশ্বর গ্রামের নূর বক্সের ছেলে সালামত আলী (৫২) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আতর আলী (৫৫)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা নাশকতার পরিকল্পনা করছে এমন  খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog