গুলশান হত্যাকাণ্ড এবং শোলাকিয়ায় হামলার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আসন্ন জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে রোববার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সম্মেলনে তিনি একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক সময়ে গুলশান হত্যাকাণ্ড এবং শোলাকিয়ায় হামলার প্রচেষ্টা- এ দুটো বিষয়ে আমরা জেলা প্রশাসকদের বিশেষভাবে সতর্ক করেছি। আমরা তাদেরকে একাধিক পত্র দিয়ে জানিয়েছি।
মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইন-শৃঙ্খলা সম্পর্কিত কমিটি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে কোর কমিটি রয়েছে। কোর কমিটিতে জেলা প্রশাসকরা নেতৃত্ব দেবেন।
“এগুলো (কমিটি) যেন আরও শক্তিশালী ও কার্যকর করা হয়। তাদেরকে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।”