রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকা-এ শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী পাঞ্জাবী খাবারের উৎসব।
পাঞ্জাব দ্য টেস্ট শিরোনামে এই উৎসব চলবে ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।
সারাদিনের এই উৎসবে বুফে খাবার পরিবেশনের জন্য হোটেলটির ভারতীয় মাস্টার শেফ শমসের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
জনপ্রতি ৪,৪৩০ টাকায় বুফে ডিনারের সাথে পরিবেশন করা হবে বিশেষ বিশেষ পাঞ্জাবী খাবার।