1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

ধর্মের অপব্যাখ্যা করে তরুণদের প্রতারিত করা হচ্ছে : তথ্য কমিশনার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ২৫৪ বার

ধর্মের অপব্যাখ্যা করে বর্তমানে তরুণদের প্রতারিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। শনিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কলাবাগান ক্যাম্পাসে ‘জঙ্গিবাদ, তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

গোলাম রহমান বলেন, সাম্প্রতিক জঙ্গিবাদে ভয় পাওয়ার কিছু নেই। বরং একে প্রতিহত করতে হবে। ধর্মের অপব্যাখ্যা করে বর্তমানে তরুণদের প্রতারিত করা হচ্ছে। তাই পরিবার থেকেও তরুণদেরকে ধর্মের সঠিক শিক্ষা শেখাতে হবে। এছাড়া পারিবারিক সচেতনতা বৃদ্ধি, মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জঙ্গিবাদকে রুখে দিতে হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদ ঠাঁই পাবে না।

তিনি আরো বলেন, আমাদের জানার আগ্রহ কমে যাওয়ার ফলেই মূল্যবোধ কমে যাচ্ছে। আংশিক সত্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না।

প্রধান তথ্য কমিশনার বলেন, জঙ্গিবাদ রুখতে পরিবারকে সচেতন হতে হবে। আর গণমাধ্যমকে স্বাধীনতা চর্চার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকাও পালন করতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের মিডিয়া ল্যাব উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।

এ সময় এসইউবির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট এএম শামীম, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, এসইউবির উপাচার্য ইফতেখার গনি চৌধুরী, এসইউবির উপদেষ্টা এস এম এ ফায়েজ, স্কুল অব বিজনেস অ্যান্ড সোস্যাল সায়েন্সের উপদেষ্টা আশরাফুল ইসলাম চৌধুরী, জেসিএমএস বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস ও জেসিএমএসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog