1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০০ অপরাহ্ন

এবার ওয়ান গ্লাস সলিউশনে ‘অ্যাপল ওয়াচ ২’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ২৭৭ বার

অ্যাপলের পরিধানযোগ্য পণ্য ‘অ্যাপল ওয়াচ’। বিশেষকরে টেকসই ব্যাটারি না থাকায় আধুনিক প্রযুক্তির এ পণ্যটি বাজারে সাড়া ফেলতে পারেনি।

যে কারণে পরবর্তী প্রজন্মের ওয়াচ ২ এর প্রযুক্তিতে পরিবর্তনের কথা ভাবছে অ্যাপল, সেইসাথে গঠন অবয়ব নিয়েও। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইম এমন সম্ভাবনার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

আগের এক খবরে বলা হয়েছিল ‘ওয়াচ ২’ ৪০ শতাংশ চিকন হয়ে আসছে যেটা ছিল গুজব। তবে এখনকার খবরটি জনসম্মুখে এনেছে অ্যাপলের ডিসপ্লে সাপ্লায়ার টিপেকে হোল্ডিং।

সুত্রটি জানায়, আসন্ন অ্যাপল ওয়াচের জন্য  গ্লাস অন গ্লাস প্যানেল থেকে ওয়ান গ্লাস সলিউশনে (ওজিএস) স্থানান্তর হচ্ছে কোপার্টিনো ভিত্তিক প্রতিষ্ঠানটি।

সিঙ্গেল শিটের গ্লাস দিয়ে তৈরি দ্বিতীয় প্রজন্মের এই ওয়াচে থাকবে দীর্ঘ স্থায়ীত্ব ব্যাটারি।

প্রচলিত টাচ স্ক্রিনগুলোতে গ্লাস অন গ্লাস প্রযুক্তি ব্যবহার হয় যেখানে দুটি পাতের গ্লাসের মধ্যে বিভিন্ন উপাদান থাকে।

নতুন ওয়াচ জিপিএস চিপ যুক্ত হয়ে আসছে এমন খবরও রয়েছে। এটি আইফোন ছাড়াই ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের কাজের তথ্য খুজে বের করতে পারে।

ওয়াচ ২ এর সফটওয়্যার সহ বিভিন্ন অংশের পরিবর্তন থাকবে এমন আশায় রয়েছে প্রত্যাশীরা।

কিন্তু অ্যাপল থেকে বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি।

তাই আলোচকরা বলছে যে, ওজিএস ডিসপ্লে যদি সত্যিই থাকে তাহলে পরিধেয় এ পণ্যটি চিকন এবং ব্যাটারি স্পেস বেশী থাকবে।

এছাড়া ভাল ব্যাটারি স্থায়ীত্বের জন্য ওলেড ডিসপ্লে থাকলে সময় দেখায় ঝামেলা থাকবেনা।

অ্যাপল ওয়াচ সহ বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মূল সমস্যা ব্যাটারি।যে কারণে স্মার্টওয়াচ নির্মাতারা অবশেষ নতুন পথে হাটছে এমনটা ধারণা আলোচকদের।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog