বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক সেখানকার রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে। বার্তা সংস্থা রয়টার্স ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে বলেছে, এটিই তাদের জন্য সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা।
এদিকে, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনার সঙ্গে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিল।
ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তারা।
রয়টার্সের এক খবরে বলা হচ্ছে, কর্মকর্তারা অন্তত ১৫ মিলিয়ন ডলার এখনি ফেরত পাবেন বলে আশা করছেন।
ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ রয়টার্সকে বলেছেন, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা। তবে ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, নিয়মানুযায়ী বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে এ অর্থ তাদের।