1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

র‍্যাবের তালিকায় নতুন করে নিখোঁজ যারা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ১৫৯ বার

নিখোঁজদের তালিকা দ্বিতীয়বারের মতো সংশোধন করে ৭০ জনের তথ্য দিয়ে নিখোঁজদের নতুন তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়।

এতে নতুন করে নিখোঁজ ৫ জনের তথ্য হালনাগাদ করা হয়েছে। তাদের নিখোঁজের সময়কাল ন্যূনতম চার মাস থেকে ১২ বছর পর্যন্ত। এদের মধ্যে একজনের সম্ভাব্য বর্তমান ঠিকানা ইরাকের মসুল শহর উল্লেখ করা হয়েছে। একজনের জন্য থানায় জিডি করা হয়েছে। তবে কারো ছবি দেয়া হয়নি। এদের তাদের নাম পরিচয় দেয়া হলো।

১. নাম- শহিদুল আলম
বয়স-৩৫
বাবা- মো. জহিরুল ইসলাম
বর্তমান ও স্থায়ী ঠিকানা- চট্টগ্রামের থানগাও থানার হাজিরপুল পৌরসভার বহদ্দারহাট গ্রাম।
পড়াশুনা- হাজিরপুল মাদ্রাসা
নিখোঁজের সময়কাল- ৫ বছর

২. নাম- জীবন
বয়স-২৭
বাবা- ভোলা
বর্তমান ও স্থায়ী ঠিকানা- আদিতমারী, নীলফামারী
পড়াশুনা- ৫ম শ্রেণি
নিখোঁজের সময়কাল- ১ বছর

৩। নাম- হোসেন আহমেদ
বয়স- ৩২
বাবা- আ. হান্নান
স্থায়ী ঠিকানা- গ্রাম: লক্তিপাড়া, ডাকঘর: লোবাচড়া, উপজেলা: কানাইঘাট, জেলা: সিলেট
সম্ভাব্য বর্তমান ঠিকানা- ইরাকের মসুল শহর
পড়াশুনা- হাজিরপুল মাদ্রাসা
নিখোঁজের সময়কাল- ১২ বছর

৪. নাম- ইমদাদুল হক
বয়স- ৩০
বাবা- নেই
স্থায়ী ঠিকানা- গ্রাম: ভারইমারি, পো: সেলিমপুর, থানা: ঈশ্বরদী, জেলা: পাবনা
সম্ভাব্য যেখান থেকে নিখোঁজ হয়েছে- মিরপুর
পড়াশুনা- ৮ম শ্রেণি
নিখোঁজের সময়কাল- ৭ মাস

৫। নাম- শেখ ইফতিসাম আহমেদ সামি
বয়স- ২২
বাবা- শেখ ইফতিখার আহমেদ
স্থায়ী ঠিকানা- বাসা নং-৩৮, রোড নং-০১, জেল রোড বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর
যেখান থেকে নিখোঁজ হয়েছে- নীলাভা ছাত্রবাস, মোনাফের মোড়, রাজশাহী
পড়াশুনা- রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনার্স ইন ইংলিশ (৩য় বর্ষ)
নিখোঁজের সময়কাল- ৪ মাস
সাধারণ ডায়েরি (জিডি)- বোয়ালিয়া থানা জিডি নং-১৬১৬

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog