1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

অনুমোদনহীন ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ২৭৮ বার

সারাদেশে অনুমোদনহীন প্রায় এক হাজার ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে। এছাড়া, ভর্তি ফি নির্ধারণের পাশাপাশি জঙ্গি কার্যক্রম ঠেকাতে কঠোর হচ্ছে ইংরেজী মাধ্যম স্কুলের নীতিমালা। শীগগিরই এ নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকায় পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে বাণিজ্যিক এলাকায় সরে যাওয়ার জন্যও চিঠি দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশে অনুমোদন আছে মাত্র ১৫৯ টি ইংরেজি মাধ্যম স্কুলের। কিন্তু কোন ধরনের স্বীকৃতি ছাড়াই বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক হাজারের বেশি স্কুল। এছাড়া অনুমোদনপ্রাপ্ত নামীদামি স্কুলগুলোরও রয়েছে অবৈধ শাখা।

সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অভিভাবকদের সংগঠন। তবে প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় রাখারও আহ্বান জানান অভিভাবক নেতারা।

এছাড়া নতুন নীতিমালায় সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ হচ্ছে ৩০ হাজার টাকা।

বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ইংলিশ মিডিয়াম নয়, প্রি-ক্যাডেট মাদ্রাসা, সাধারণ স্কুলসহ বাংলা মাধ্যমে পরিচালিত নিবন্ধনহীন প্রতিষ্ঠানও কয়েক হাজার। এগুলোর বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog