1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন

যে কলম নিজেই লিখতে পারে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৩৫০ বার

আধুনিক প্রযুক্তির কল্যাণে কতকিছুই না হচ্ছে। নিত্য নতুন আবিষ্কারে চমকে যাচ্ছে মানুষ। লেখার উপকরণও যুগে যুগে পরিবর্তিত হয়েছে। হতে হতে একেবারে অটোমেটিক হয়ে গেলো আজকাল।

জগতের সবকিছুই যখন অটোমেটিক চলছে, তখন আর পিছিয়ে থাকবে কেন কলম। আপনার হাতের কলমটাও যদি স্বয়ংক্রিয় হয়, তবে দারুণ হবে না? সেটাই হতে চলেছে। কলম এখন নিজেই লিখতে পারে।

বেশি কিছু নয়, শুধু হাতে ধরিয়ে দিন একটি কলম। নির্দেশ মেনে নিজেই সব লিখে দেবে। কম্পিউটারে সেভ করা ফাইলের প্রিন্ট নিতে চান, ‘অ্যাক্সি ড্র’-তে সেভ করে দিন। ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে থাকা গ্রিপে একটি কলম দিয়ে আপনার ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে।
pen-draw

‘অ্যাক্সি ড্র’- আসলে একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনো ধরনের একটি ফাউন্টেন পেন।
pen-write

যেকোনো ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনো ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র’। মার্কিন ডলারে এর মূল্য ৪৫০ ডলার।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog