1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

বেকার যুবক কমবে বাংলাদেশে: আইএলও

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ১৭৮ বার

বিশ্বে বেকার যুবকের সংখ্যা দিন দিন বাড়লেও বাংলাদেশে এ হার চলতি বছর কমবে বলে আশার কথা শুনিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থারটির সর্বশেষ প্রতিবেদনে এমন আশার কথা বলা হয়েছে।

‘দ্য ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০১৬’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৬ ও ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই হার ১০ দশমিক ৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। সেখানে অবশ্য বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা হয়নি।

এছাড়া সারা বিশ্বে চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্বের হার বাড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ বছর বিশ্বের তরুণদের মধ্যে বেকারত্বের হার দাঁড়াবে ১৩ দশমিক ১ শতাংশ এবং আগামী বছর পর্যন্ত এ হার বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog