1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

কাবুলে শিয়া মসজিদে বোমা হামলায় ২৭ জন নিহত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৩১৩ বার

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বাকির উল উলুম নামের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এক অনুষ্ঠান চলার সময় জনবহুল ওই শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।

কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি জানিয়েছেন, শিয়া মুসল্লিদের উপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৩৫ জন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

আফগানিস্তানের জনগোষ্ঠীর প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। পাকিস্তান ও ইরাকের মতো শিয়া-ছুন্নি সাম্প্রদায়িকতা সহিংসতা এই দেশে নেই।

এর আগে জুলাইতে কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে হামলায় ৮০ জন নিহত হন, যার দায় স্বীকার করেছিল  ইসলামিক স্টেট।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog