1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাথে দেখা করবেন বিদায়ী সিইসি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ২৭০ বার

প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন  বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। বুধবার ২৩ নভেম্বর গণভবনে যাওয়ার কথা রয়েছে তার।  তবে এটা সৌজন‌্য সাক্ষাৎ বলে ইসির পক্ষ থেকে বলা হয়েছে। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ মঙ্গলবার, “এটা একেবারেই সৌজন‌্য সাক্ষাৎ। কমিশনের অন‌্য কেউ তার সঙ্গে থাকবেন না।”

আগামী ফেব্রুয়ারি মাসে বিদায় নিচ্ছে কাজী রকিব নেতৃত্বাধীন বর্তমান কমিশন। সংবিধান অনুযায়ী, তারপর নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

২০১২ সালে ফেব্রুয়ারিতে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান নিবন্ধিত অধিকাংশ দলের সঙ্গে সংলাপের পর সার্চ কমিটির মাধ‌্যমে কাজী রকিব নেতৃত্বাধীন পাঁচ সদস‌্যের ইসি নিয়োগ দেন।

সর্বশেষ ২ অক্টোবর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে আসেন সিইসি কাজী রকিব। তখন দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবও তার সঙ্গে ছিলেন।

বর্তমান কমিশনের চার বছর পূর্তিতে গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন‌্য সাক্ষাত করে পুরো কমিশন। এরপরই দেশজুড়ে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়।

সিইসির সঙ্গে রাষ্ট্রপতির এবারের সাক্ষাতের বিষয়টি সৌজন‌্য সাক্ষাৎ হওয়ায় এ নিয়ে কমিশনের মধ‌্যে কোনো আলোচনা হয়নি বলে জানান জ‌্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, “এটা সম্পূর্ণ সৌজন‌্যমূলক ব‌্যক্তিগত সাক্ষাৎ। কবে নাগাদ সিইসির সঙ্গে হচ্ছে বা হবে, তা আমি জানি না। কিন্তু কমিশনের কোনো বিষয়ই এর মধ‌্যে নেই। তাই আমাদের সঙ্গে আলোচনা বা সুপারিশের কোনো প্রসঙ্গ নেই।”

“আমরা এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব‌্যস্ত রয়েছি। অবশ‌্য, বিদায়ের আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করব,” বলেন তিনি।

একজন নির্বাচন কমিশনার দেশের বাইরে রয়েছেন, অন‌্যজন ঢাকার বাইরে অবস্থান করছেন বলে ইসি কর্মকর্তারা জানান।

রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন’

নতুন নির্বাচন কমিশন গঠনের সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

কাজী রকিব বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব সংবিধান মাহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছে।

“রাষ্ট্রপতি কীভাবে এটা করবেন সেটা তিনি নির্ধারণ করবেন। আই এম শিউর- তিনি সঠিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে ইসি গঠন করবেন।”

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা সংবিধানে থাকলেও এখনও তা হয়নি।

“আইন হলে আইন হবে। যতদিন আইন না হয় ততদিন সংবিধান অনুসারে হচ্ছে,” মন্তব‌্য সিইসি কাজী রকিবের।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog