1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

করাচিতে হোটেলে আগুন, ১১ জনের মৃত্যু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৭৫ বার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচির রিজেন্ট প্লাজা হোটেলে আগুন লেগে কমপক্ষে ১১ জন মারা গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে ৪৫ জন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। ডন অনলাইনের খবরে জানানো হয়েছে, শাহরাহ-ই-ফয়সাল এলাকায় চার তারকা হোটেলের নিচতলার রান্নাঘরে আগুন লাগে। নিমেষে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে হোটেলের অতিথিরা ঘরে আটকা পড়ে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন লেগে ১১ জন মারা গেছে। করাচির মেয়র ওয়াসিম আখতার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হোটেলটিতে অগ্নি নির্গমনপথ বা অগ্নি-সংকেতের ব্যবস্থা ছিল না।
জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি সংস্থার প্রধান সেমিন জামালি বলেন, অগ্নিকাণ্ডে আহত ৬৫ জনকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। আগুনের ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পালানোর সময় অনেকের হাত-পায়ের হাড় ভেঙে যায়। ভেঙে পড়া জানালার কাচের টুকরায় অনেকে আহত হয়। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে।

জামালি বলেন, ১০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। অগ্নিকাণ্ডে আহত তিনজন বিদেশির অবস্থা কিছুটা স্থিতিশীল। এখনো হোটেলের ভেতর অনেকে আটকে আছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog