প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন।
মৃতরা হলেন মহাইল গ্রামের আব্দুর রহিম (৬৫), তার ছেলে লোকমান মিয়া (২২) ও সুলেমান মিয়া (২৬) এবং প্রতিবেশী আনিসুলের মেয়ে মনি বেগম (১০) ও ছেলে রহিম (৮)।
তাৎক্ষণিকভাবে অসুস্থদের নাম জানা যায়নি। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এনায়েত হোসেন বলেন, পটকা মাছ খাওয়ার পর ‘বিষক্রিয়ায়’ তাদের মৃত্যু হয়েছে।