আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে যাওয়ার পথে ৪০ জন যাত্রী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বুধবার দুপুরে উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদের দিকে রওনা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ জানায়, আজ দুপুরের পর থেকে ফ্লাইট পিকে-৬৬১ নামের ওই বিমানটির যোগাযোগ নিয়ন্ত্রণকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হাভেলিয়ান শহরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লাইক শাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রদেশের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন