1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

আফগানিস্তানে গুলিতে ৫ নারী নিরাপত্তাকর্মীসহ ৬ জন নিহত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৬ বার

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের বন্দুকধারীদের গুলিতে পাঁচ নারী নিরাপত্তাকর্মী ও তাদের গাড়ির চালক নিহত হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কান্দাহার গভর্নরের মুখপাত্র শামীম খেপলাক। খবর বিবিসির।

স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের ওই নারী নিরাপত্তাকর্মীরা ভোরে একটি গাড়িতে করে কর্মস্থলের দিকে যাচ্ছিল। এসময় অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে তাদের গাড়িতে গুলি চালায়। এ সময়  গুলিতে চালকসহ পাঁচ নারী নিহত হন।

বিমানবন্দরে নারী সফরকারীদের তল্লাশির কাজ করতেন ওই নারী নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে তালেবান এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কী কারণে তাদের ওপর এমন হামলা চালানো হয়েছে তার কোনো তথ্য এখনও জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।
তবে দেশটিতে তালেবান জঙ্গিগোষ্ঠী প্রায়ই নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকে।

কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আহমদউল্লাহ ফাইজি বলেন, এই পাঁচ নারী কর্মী একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বিমানবন্দরে নারী যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশির কাজ করতেন।

এখানে কাজ করার কারণে এই নারী কর্মীরা হুমকি পেয়েছিলেন আর বিষয়টা নিয়ে তারা সতর্ক ছিলেন বলেও জানান তিনি।

আফগান অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তথ্যে, চলতি বছরের প্রথম আট মাসে নারীর ওপর সহিংস ৩ হাজার ৭০০টি ঘটনা ঘটেছে, যেটি ২০১৫ সালে ছিল ৫ হাজারের মতো।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog