1. sardardhaka@yahoo.com : adminmoha :
রবিবার, ২৮ মে ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

বিজিবির জন্য ভারত থেকে আনা হলো ১৮টি প্রশিক্ষিত কুকুর

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ১৯৯ বার

প্রতিবেদক : বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’র জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি ভারতীয় কুকুর। ছয়মাসের ডগ স্কোয়ার্ড ট্রেনিং শেষে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন শনিবার দুপুরে কুকুরগুলো নিয়ে আসেন।

ভারত থেকে আনা ১৮টি প্রশিক্ষিত কুকুরভারতের মধ্যপ্রদেশ ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি সদস্যদের এসব কুকুর নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ভারতীয় ৩২ হাজার রূপিতে এক একটি কুকুর কেনা হয়েছিলো।

যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুরকে সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্নস্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog