1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

৭৪তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ বিজয়ী যারা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৯৩ বার

বিনোদন ডেস্ক : ‘ব্ল্যাক-ইশ’ তারকা ট্রেসি এলিস রসরবিবার (৮ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত হয় ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০১৭’-এর আসর। বিভিন্ন হাস্যরস উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। জমকালো আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে ৭৪তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি।

গত ১২ ডিসেম্বর মনোনয়নপ্রাপ্ত শিল্পী, চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের নাম ঘোষণার পর রবিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পাঠকদের জন্য এবারের ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ বিজয়ীদের পূর্ণ তালিকা তুলে ধরা হলো –

চলচ্চিত্র

সেরা ছবি (ড্রামা): ‘মুনলাইট’

সেরা ছবি (কমেডি/মিউজিক্যাল): ‘লা লা ল্যান্ড’

সেরা অভিনেত্রী (ড্রামা): ইসাবেল হাপার্ট (‘এল’)

সেরা অভিনেতা (ড্রামা): ক্যাসি অ্যাফ্লেক (‘ম্যানচেস্টার বাই দ্য সি’)

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): এমা স্টোন (‘লা লা ল্যান্ড’)

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): রায়ান গসলিং (‘লা লা ল্যান্ড’)

সেরা সহঅভিনেত্রী: ভিওলা ডেভিস (‘ফেনসেস’)

সেরা সহঅভিনেতা: অ্যারন টেলর-জনসন (‘নকটার্নাল অ্যানিমেলস’)

সেরা পরিচালক: ডেমিয়েন শেজেল (‘লা লা ল্যান্ড’)

সেরা চিত্রনাট্য: ডেমিয়েন শেজেল (‘লা লা ল্যান্ড’)

সেরা অ্যানিমেটেড ছবি: ‘জুটোপিয়া’

সেরা বিদেশি ভাষার ছবি: ‘এল’ (ফ্রান্স)

সেরা মৌলিক সুর: জাস্টিন হারউইৎজ (‘লা লা ল্যান্ড’)

সেরা মৌলিক গান: সিটি অব স্টারস (‘লা লা ল্যান্ড’)

পুরস্কার বিতরণীতে ‘লা লা ল্যান্ড’-এর শিল্পীরা

টেলিভিশন

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): ‘দ্য ক্রাউন’, নেটফ্লিক্স

সেরা টেলিভিশন সিরিজ (কমেডি/মিউজিক্যাল): ‘আটলান্টা’, এফএক্স

সেরা মিনি-সিরিজ: ‘দ্য পিপল ভার্সেস ও.জে. সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’, এফএক্স

সেরা অভিনেত্রী (মিনি-সিরিজ): সারা পলসন (‘দ্য পিপল ভার্সাস ও.জে. সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’)

সেরা অভিনেতা (মিনি-সিরিজ): টম হিডেলস্টন (‘দ্য নাইট ম্যানেজার’)

সেরা অভিনেত্রী (ড্রামা): ক্লেয়ার ফয় (‘দ্য ক্রাউন’)

সেরা অভিনেতা (ড্রামা): বিলি বব থর্নটন (‘গোলিয়াথ’)

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): ট্রেসি এলিস রস (‘ব্ল্যাক-ইশ’)

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): ডোনাল্ড গ্লোভার (‘আটলান্টা’)

সেরা সহঅভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (‘দ্য নাইট ম্যানেজার’)

সেরা সহঅভিনেতা: হিউ লরি (‘দ্য নাইট ম্যানেজার’)

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog