1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

প্রযুক্তি নিয়ে ২০১৭-এর পাঁচ ভবিষ্যদ্বাণী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ২৫৪ বার

প্রযুক্তি ডেস্ক : ২০১৭ সালে প্রযুক্তি খাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তার পূর্বাভাস দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক টিম বাজারিন। ৩০ বছর ধরে প্রযুক্তি নিয়ে ভবিষ্যদ্বাণী্র কলাম লিখে আসছেন তিনি। গবেষণা এবং জরিপ বিশ্লেষণা করে এবারও ভবিষ্যদ্বাণী্ করেছেন বাজারিন।
নতুন বছরকে সামনে রেখে প্রযুক্তি নিয়ে তার পাঁচ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম।

১. প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাব

সিলিকন ভ্যালি’র প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক নয় তা মোটামুটি সবারই জানা। তবে, তারা এ-ও জানেন সামনের চার বছর এই প্রশাসনের সঙ্গেই কাজ করতে হবে তাদের। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছেন শীর্ষস্থানীয় প্রযুক্তি নেতারা। তবে, ট্রাম্প-এর স্বভাব এমনই যে তার কাজকর্ম আগে থেকে আঁচ করা অসম্ভব হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি তার উদ্যোগ কী হবে তা স্পষ্ট নয়। তাই ২০১৭ সালে এটি প্রযুক্তির জন্য বড় সমস্যা হতে পারে, সম্ভবত সবচেয়ে বড়।

২. অগমেন্টেড/মিক্সড রিয়ালিটির গুরুত্ব বৃদ্ধি

সামনের বছর ভার্চুয়াল রিয়ালিটি’র চেয়ে অগমেন্টেড বা মিক্সড রিয়ালিটির গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বর্তমানে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভিআর ডিভাইস নিয়ে কাজ করলেও সামনের বছর অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি প্রাধান্য পাবে। এর আগে অ্যাপল প্রধান টিম কুকও জানিয়েছেন এআর প্রযুক্তি ভিআর-এর চেয়ে ‘বেশি মজাদার’। তাই ২০১৭-তে নতুন আইফোন উন্মোচনকালে অগমেন্টেড রিয়ালিটি বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

৩. হাইব্রিড কম্পিউটার

২০১৭ সাল হতে পারে টু-ইন-ওয়ান কম্পিউটারের। বহুমুখী কম্পিউটিং প্লাটফর্ম হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন সে দিকেই মনযোগ দিচ্ছে। একইসঙ্গে ল্যাপটপ এবং ট্যাবলেটের অভিজ্ঞতা পাওয়ায় গ্রাহকও সেদিকে ঝুঁকছে বলেই ধারণা করা হচ্ছে।

৪. বাড়বে স্মার্ট ওটোমোবিলস-এর চাহিদা

বর্তমানে স্বচালিত গাড়ি নিয়ে বিস্তৃত পরিসরে গবেষণা চালানো হলেও সেগুলো ২০২২ সালের আগে রাস্তায় নামবে না বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে গ্রাহক সফটওয়্যার ব্যবহার করে তার গাড়ি আরও স্মার্ট করতে চাইবে। তাই অ্যাপলের কারপ্লে বা গুগলের অ্যান্ড্রয়েড অটোর মতো সফটওয়্যার প্লাটফর্মগুলোর চাহিদা বৃদ্ধি পাবে।

৫. হ্যাকার এবং সন্ত্রাসী হবে আরও পরিণত

চলতি বছর জুড়ে বেশ কিছু বড় হ্যাক এবং সন্ত্রাসের খবর পাওয়া গেছে। ইনটেল সিকিউরিটির তথ্যমতে এ বছরের শধু প্রথম অর্ধেই ৫৫৪ মিলিয়ন হ্যাকের ঘটনা ঘটেছে। আগের পুরো বছর জুড়ে যার সংখ্যা ছিল ৭০৭ মিলিয়ন। নতুন বছরে এসব সাইবার অপরাধীরা আরও পরিণত এবং চতুর হবেন বলে বিশ্বাস বাজারিন-এর।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog