1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

ভারতে অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ১৬৯ বার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪ জন আহত হয়েছে। ভারতের ইস্ট কোস্ট রেলওয়ের প্রধান জেপি মিশ্রর বরাত দিয়ে এনডিটিভি, বিবিসি জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভিজিয়ানাগারাম জেলার কুনেরু স্টেশনের কাছে হীরাখণ্ড এক্সপ্রেসের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর যাচ্ছিল। ট্রেনটিতে ২২টি বগি ছিল। কী কারণে সেটি লাইনচ্যুত হয়েছে তা স্পষ্ট নয়।

উদ্ধারকর্মীরা প্রায় একশ যাত্রীকে ট্রেন থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে পাঠিয়েছেন।

সোয়াশ কোটি মানুষের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিস্তৃত ট্রেন নেটওয়ার্ক ব্যাবহার করে। কিন্তু যন্ত্রপাতি পুরনো হওয়ায় প্রায়ই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। গত নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রতিক সময়ের অন্যাতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog