1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

নরসিংদীতে ভয়াবহ বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৮ বার

প্রতিবেদক: নরসিংদীর বেলাবো উপজেলায় ভয়াবহ বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।

বেলাবো থানার ওসি বদরুল আলম বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহত হন আরো তিনজন।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি বদরুল।

নরসিংদীর দুর্ঘটনার আগে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুর, গাজীপুর, মাগুরা, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়। এসব দুর্ঘটনায় আহত হয় অনেকে।

পুলিশের হিসাবে, গত তিন বছরে গড়ে দুই হাজার মানুষের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়।

সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৬ সালেই ৪ হাজার ৩১২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৬ হাজার ৫৫ জন। আহত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। এর আগের বছর প্রাণহানি হয় ৮ হাজারের বেশি মানুষের।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog