1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন

২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই সংসদ নির্বাচন হবে : তোফায়েল

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৪ বার

প্রতিবেদক : ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নানান ইস্যু নিয়ে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নতুন সিইসির নেতৃত্বে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনোদিন আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে বিএনপি আপত্তি জানালেও আগামী সংসদ নির্বাচনে ঠিকই অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিএনপি অনেক কথাই বলে, আবার ভুলেও যায়। আমি তো শতভাগ নিশ্চিত, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। এতে কোনও সন্দেহ নেই।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, ‘ক্ষমতাসীন লোকরা সাধারণত নিজেদের পছন্দের লোকজনকেই জেলা প্রশাসক (ডিসি) বানায়। রাষ্ট্রপতি যাকে সিইসি হিসেবে মনোনীত করেছেন, তিনি তো বিএনপি সরকারের আমলেই ফরিদপুর ও কুমিল্লায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তাহলে তিনি আমাদের লোক হলেন কীভাবে?’

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সাফাই গাইছি না, রাষ্ট্রপতি সত্যিকার অর্থেই একজন বিজ্ঞ মুক্তিযোদ্ধা দেশপ্রেমিককে সিইসি হিসেবে মনোনীত করেছেন। তার সম্পর্কে স্বচ্ছতা ও ভদ্রতা থাকা উচিত অন্যদের। নতুন সিইসি সত্যিকার অর্থেই একজন যোগ্য লোক।’

/এসআই/জেএইচ/টিএন/

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog