1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন

ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৬ বার

প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ধামরাইয়ের চর ডাউটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

ধামরাই থানা পুলিশ জানান, মঙ্গলবার রাতে এলাকার লোকজন পাহারা দিচ্ছিলেন। দিবাগত রাত তিনটার দিকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সন্দেহভাজন ব্যক্তি গ্রামের সাইদুর রহমানের মুদি দোকানে চুরির চেষ্টা করছিলেন বলে এলাকাবাসী জানান। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়।

সাইদুর রহমান বলেন, অতীতে তার দোকানে বেশ কয়েকবার চুরির চেষ্টা হয়।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog