প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাজেদা বেগম (৪৫), এয়ারা বেগম (৬৫) ও পিয়ারা বেগম (৪৫)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে।
রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় নিহত হন বলে জানান জোরারগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা ফরিদ উদ্দিন।
ফরিদ উদ্দিন জানান, তিন নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির নিচে চাপা পড়েন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।
নিহতরা স্থানীয় একটি মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মিরসরাই এসেছিলেন বলে পুলিশ কর্মকর্তা ফরিদ জানিয়েছেন।