1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

তারেক-মিশুক মুনীর হত্যা মামলায় বাস চালকের যাবজ্জীবন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৮ বার

প্রতিবেদক: বহুল আলোচিত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় মামলার রায়ে একমাত্র আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালাত।

বুধবার দুপুর ১২টার পর এই রায় দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর।

বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর বলেন, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ওই মৃত্যুর ঘটনা ঘটে বলে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে। এসময় জামিনে থাকা একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর রায় ঘোষণার দিন ধার্য করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog